
বাংলাদেশ থেকে পণ্য রফতানি বন্ধের প্রতিবাদে চতুর্থ দিনের মতো ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে বেনাপোল বন্দরের দুই পাড়ে আটকা পড়েছে এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক।




বন্দর সূত্রে জানা গেছে, গত তিন মাসের বেশি সময় ধরে বাংলাদেশি পণ্য রফতানি বন্ধ রয়েছে ভারতে। করোনার কারণে দীর্ঘ বন্ধের পর ৭ জুন বিধি মেনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরু হয়।




কিন্তু নানা টালবাহানার মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য রফতানি চালু করেনি ভারত। দীর্ঘদিন শত শত ট্রাক বন্দরে আটকে থাকায় নষ্ট হচ্ছে পণ্যের গুণগতমান।




দেশীয় ব্যবসায়ীরা বলছেন, বারবার দেনদরবার করেও চালু করা যায়নি রপ্তানি কার্যক্রম। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়েছে ভারত থেকে পণ্য আমদানি।
সূত্র somoynews.tv




জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
প্রধান সম্পাদক : সাইফুল্লাহ সাদির
১৬৩/৪ দেওয়ান পাড়া , ভাষানটেক , ঢাকা-১২০৬
+৮৮ ০১৭৪৫৪১১১৮৭ , +৮৮ ০১৭১২৪১১৩৭৮
jonokonthonews@gmail.com
কুষ্টিয়া অফিস
ভারপ্রাপ্ত সম্পাদক : সেলিম তাক্কু
আল- আমীন সুপার মার্কেট, ২য় তলা, পূর্ব মজুমপুর, কুষ্টিয়া,
+৮৮ ০১৭৪৫৪১১১৮৭ , +৮৮ ০১৭১২৪১১৩৭৮
jonokonthonews@gmail.com