
পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের আক্রমণে তিন বিএসএফ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডটিভি।




বিএসএফ কর্মকর্তাদের বরাতে তারা জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিএসএফের বাঁশঘাটা চৌকের কাছে এ ঘটনা ঘটে।




ওই দিন সকাল সাড়ে দশটার দিকে ১০ থেকে ১২ বাংলাদেশি পাচারকারীকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা চ্যালেঞ্জ করে। পরে চোরাচালানীরা বিএসএফ দলকে ঘিরে ফেলে এবং ‘দা’ নামক ধারালো অস্ত্র এবং বাঁশের লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। এই হামলায় তিন বিএসএফ সদস্য আহত হয়েছে বলে জানান এক কর্মকর্তা।




পরে বিএসএফ সদস্যরা পাঁচ রাউন্ড গুলি চালায় এবং এরপরে চোরাচালানকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে দৌড়ে যায়।




নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা এনডিটিভিকে এই তথ্য দেন। পরে ঘটনাস্থল থেকে আট কেজি গাঁজার একটি প্যাকেট জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
সূত্র somoynews.tv




জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
প্রধান সম্পাদক : সাইফুল্লাহ সাদির
১৬৩/৪ দেওয়ান পাড়া , ভাষানটেক , ঢাকা-১২০৬
+৮৮ ০১৭৪৫৪১১১৮৭ , +৮৮ ০১৭১২৪১১৩৭৮
jonokonthonews@gmail.com
কুষ্টিয়া অফিস
ভারপ্রাপ্ত সম্পাদক : সেলিম তাক্কু
আল- আমীন সুপার মার্কেট, ২য় তলা, পূর্ব মজুমপুর, কুষ্টিয়া,
+৮৮ ০১৭৪৫৪১১১৮৭ , +৮৮ ০১৭১২৪১১৩৭৮
jonokonthonews@gmail.com