
আয়োজন দেখে বোঝার উপায় ছিল না বিয়েটা কার। মঙ্গলাচরণ থেকে শুরু করে পালন করা হয় সব ধর্মীয় আচার।
বিয়ে দেখতে শত মানুষের ভিড় কুঞ্জ ঘিরে। বৃষ্টির আশায় এমন জাঁকজমক করেই ব্যাঙের বিয়ে হলো হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে।
বরযাত্রী নিয়ে যথারীতি বিয়ে বাড়িতে হাজির হয় বর। নিয়ম মেনে গেটের পালা চুকিয়ে বর কুঞ্জে ঢুকেন।
তার কিছুক্ষণ পরে বিয়ের আসরে আনা হয় কনেকেও। বরের কোলে ব্যাঙ, কনের আঁচলেও ব্যাঙ। ব্যাঙ সাথে নিয়েই শুরু হয় সাতপাঁকের আনুষ্ঠানিকতা।
ছেলে-বুড়ো সকলের মুখর উপস্থিতিতে, সাজানো বর-কনের মাধ্যমেই সম্পন্ন হয় ব্যাঙের বিয়ে। বিয়েতে মানা হয় ধর্মীয় সকল আচার।
অধিবাসে ছিল ধামাইল, ছিল বাড়ি বাড়ি গিয়ে গীতের সাথে সোহাগ সাধাও।
নিয়ম মেনে বিয়ের আগে পানি ভরে গোসল করানো হয় ব্যাঙ বর-কনেকে।
উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণ ছিল গ্রামের সবার। ব্যাঙের বিয়ে দেখতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে হাজির হয়েছিলেন অনেকেই। এমন জাকজমক আয়োজনে মুগ্ধ তারাও।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
প্রধান সম্পাদক : সাইফুল্লাহ সাদির
১৬৩/৪ দেওয়ান পাড়া , ভাষানটেক , ঢাকা-১২০৬
+৮৮ ০১৭৪৫৪১১১৮৭ , +৮৮ ০১৭১২৪১১৩৭৮
jonokonthonews@gmail.com
কুষ্টিয়া অফিস
ভারপ্রাপ্ত সম্পাদক : সেলিম তাক্কু
আল- আমীন সুপার মার্কেট, ২য় তলা, পূর্ব মজুমপুর, কুষ্টিয়া,
+৮৮ ০১৭৪৫৪১১১৮৭ , +৮৮ ০১৭১২৪১১৩৭৮
jonokonthonews@gmail.com